তিন মন্ত্রী এখন সিলেটে

সিলেটের আদালতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধকরণ প্রকল্পের উদ্বোধন করতে সিলেট এসেছেন তিন মন্ত্রী। বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা।

ওই তিন মন্ত্রী হচ্ছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া তাঁদের সাথে ঢাকা থেকে এসেছেন আপিল বিভাগের বিচারপতি ইমান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন প্রমুখ।

এদিকে তিন মন্ত্রীকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, এসএমপি কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা বারের সভাপতি একেএম সমিউল আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা জজ কোর্টের অ্যাডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, এডভোকেট আলা উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার প্রমুখ।

Developed by: