নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল এখন সিলেটে সিলেট বিভাগে (সিলেট,সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জ) ২০১৪/২০১৫

00000

সালে প্রথম প্রকাশিত মৌলিক ও সৃজনশীল প্রকাশনা (বই,পত্র-পত্রিকা,

সাময়িকী,ম্যাপ ইত্যাদি) কপিরাইট আইন-২০০৫ এর আওতায় সংগ্রহের জন্য

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়াধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরর্ভুক্ত

শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের বিবলিওগ্রাফার এর নেতৃত্বে

একটি সংগ্রহ দল ২০,২১ ও ২২ মে/ ২০১৬ সিলেট বিভাগীয় সদর ও সুনামগঞ্জ

জেলা সদর অবস্থানপূর্বক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, সারাদেশ থেকে

নতুন প্রকাশনা সংগ্রহ করা, সংগৃহীত তথ্যসামগ্রীর গ্রন্থপঞ্জিগত তথ্যের

সমন্বয়ে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশ এবং অবশেষে এগুলো

গবেষণা/রেফারেন্স এর জন্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সরকারের একক দায়িত্বপ্রাপ্ত

প্রতিষ্ঠান হলো বাংলাদেশে জাতীয় গ্রš’াগার। উক্ত সরকারি সংগ্রহ দলকে নতুন

প্রকাশনা সংগ্রহে সার্বিক সহযোগিতাদানের জন্য প্রকাশনা সং¯’ার

স্বত্বাধিকারী, প্রকাশক, লেখক, গবেষক ও গ্রš’প্রেমিকসহ সংশ্লিষ্ট সকলকে

অনুরোধ জানানো যাচ্ছে ।

জরুরি যোগাযোগ : ০১৭৫৪৪৭৮৬৭১/০১৭২৩২৪৮৩৫২।

Developed by: