অনেকটা হুট করেই বিয়ে করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে মাহির নিজের বাসায় বিয়ে সম্পন্ন হয়। পাত্র সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু।
গত চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এদিকে নায়িকা মাহিয়া মাহি আরও জানান, আগামী ২৪ জুলাই সিলেটে তাদের ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে।