মালালা ইউসুফজাই কোটিপতি! নিজের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’ ও বিভিন্ন জায়গায় বক্তৃতার সৌজন্যে এসেছে বিপুল অর্থ। এক সমীক্ষায় উঠে এসেছে সেই তথ্য।
পড়াশুনা করার জন্য ২০১২ সালের ৯ অক্টোবর তালিবানরা মালালাকে গুলি করে। মাথায় গুলি লাগলেও সৌভাগ্যবশত বেঁচে যান তিনি। কিন্তু এই ঘটনা গোটা বিশ্বে তাঁর নতুন পরিচিতি তৈরি করে।
এরপরেই নিজের আত্মজীবনী লেখেন মালালা। গোটা বিশ্বে বইটির ১৮ লাখ কপি বিক্রি হয়। লন্ডনের যে কোম্পানি বইটির কপিরাইট কিনেছিল তারা তা থেকে প্রায় কুড়ি কোটি টাকা লাভ করে।
এই কোম্পানিটির শেয়ার হোল্ডার আবার মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ও মা টুর পেকাই। তাই তাঁরাও লাভের কিছু পরিমাণ অংশ পান। এ ছাড়া বিশ্বের সবচেয়ে কম বয়সী নোবেল পুরস্কার পাওয়া মালালা তাঁর এক–একটি বক্তৃতা থেকে এক কোটিরও বেশি টাকা পান। মালালার পরিবার এখন বার্মিংহামে রয়েছে।
বছর আঠারোর মালালা এজবাস্টনের একটি মেয়েদের স্কুলে পড়াশুনাও চালাচ্ছেন।