ছাত্রলীগ-কারারক্ষী সংঘর্ষের মামলায় আসামি ৬০

28070সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিকে কেন্দ্র করে সরকার সমর্থক এ ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনায় ৬০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন বলে থানার ওসি সোহেল আহমদ জানান।

“মামলায় অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।”

ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম জানান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণের কারামুক্তিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে করে ছাত্রলীগের কর্মীরা এসে কারা ফটকে অবস্থান নেন।

“নিপুর জামিন প্রক্রিয়ায় দেরি হওয়ায় ছাত্রলীগকর্মীরা কারাগারের মূল ফটকে গিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা বাধা দিলে সংঘর্ষ বাঁধে।”

এতে চার সাংবাদিক ও ১৬ কারারক্ষী আহত হন। পরে ছাত্রলীগ কর্মীরা সেখানে বেশ কয়েকটি হাতবোমা ফাটায় বলে ডিআইজি প্রিজন জানান।

Developed by: