তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা কখনোই সমর্থন করেনি। পৃথিবীর অন্য সকল ধর্মও সমর্থন করেনি। আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধানের চেতনা হলো অসা¤প্রদায়িক সমৃদ্ধ দেশ গঠন করা। বর্তমানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আলোকিত পথে। বাংলাদেশ প্রতিনিয়ত সম্মান ও মর্যাদা পাচ্ছে সারা বিশ্ব থেকে। অথচ এই সাফল্য সম্ভাবনায় হিংসা কাতর হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীকারী অপশক্তি দেশকে ধ্বংস করার লক্ষ্যে একের পর এক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। দেশের ভাবমুর্তি সমস্ত পৃথিবীতে নষ্ট করে দিচ্ছে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিগোষ্ঠী উন্নয়নের শত্র“, গণতন্ত্রের শত্র“, সুশাসনের শত্র“, ও শান্তির শত্র“। সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিবার ও রাষ্টকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়। গতকাল বিকেলে সিলেট জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সরকারের উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ নির্মুল’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শহর, বন্দর, গ্রাম-গঞ্জে এবং তৃণমূল পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশকে সুন্দর ও শান্তির পথে এগিয়ে নিতে হবে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মিজ কামরুন নাহার। মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন এম.পি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, ব্যারিষ্টার আরশ আলী, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, পুলিশ সুপার মনিরুজ্জামান, তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি ও সাংবাদিক আফতাব চৌধুরী প্রমুখ।