দক্ষিণ সুরমার সাবেক চেয়ারম্যান শাহ আতিকুল হক এর জানাযা সম্পন্ন

a1দক্ষিন সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, ৬নং লালাবাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শাহ আতিকুল হক বৃহস্পতিবার সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। চেয়ারম্যান শাহ আতিকুল হকের নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে। ২৮ জুলাই বৃহস্পতিবার বিকালে ৫.৪৫ মিনিটে নামাজের জানাযায় শরিক হয়ে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ জানাযায় শরীক হয়েছিলেন। চেয়ারম্যান শাহ আতিকুল হকের নিজ বাড়ীতে শোকার্ত মানুষের জানাযায় ঢল নেমেছিল। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় সিলেট জেলার বিভিন্ন স্থান হতে আশা বিপুল মানুষ জানাযায় অংশ নেয়। রাজনীতিবিদ, সাবেক এমপি, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ মরহুমের জানাযায় শরীক হয়েছেন।

Developed by: