বিশ্বনাথের গুদামঘাট ফুটবল ক্লাবের এর পূর্নাঙ্গ কমিটি গঠন । এ উপলক্ষে এক আলোচনা সভা সোমবার সন্ধ্যায় সাব্বির রিফ্রেজারেশন গুধামঘাঠে মো: আহমদুর রহমানের সভাপতিত্বে ও মাহতাব মিয়ার পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় মো: আহমদুর রহমান কে সভাপতি ও মাহতাব মিয়া কে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: জিলু মিয়া, সিনিয়র সহ সাধারন সম্পাদক মো: রুবেল খান,
অর্থ সস্পাদক মো: শাহরিয়ার তারেক, ক্রীড়া সম্পাদক মো: শিপলু মিয়া, প্রচার সম্পাদক মো: সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক মো: শাহেদ আহমদ, নির্বাহী সদস্য মো: জুয়েল মিয়া, মো: আব্দুল মুকিদ, মো: লিফছন মিয়া। সভায় সভাপতির বক্তব্যয় বলেন ”আমাদের এলাকায় ফুটবল খেলা পূনরায় নিয়ে আসতে এই ক্লাব কাজ করবে। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদ মিয়া, শাহজাহান, মিনহাজুর রহমান, পপলু, আজাদ, মাজুম, রহিম, বাবলু, রহিম, আফরুজ, ফয়সল, আক্তার, সাহান, শাহি, সহ প্রমূখ।