মানুষের মাথায় শিং

70জামালপুর, ১৭ জুলাই- জামালপুরে শতবর্ষী আয়াত আলী নামে এক শিং ওয়ালা মানুষের সন্ধান পাওয়া গেছে। মাথায় শিং গজানো মানুষটিকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন উৎসুক জনতা।

খোঁজ নিয়ে জানা গেছে, শিং গজানো মানুষ আয়াত আলী শেখের বাড়ী জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামে। গত ১৪ জুলাই দুপুরে আয়াত আলী প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন জামালপুর সদর হাসপাতালে। হাসপাতালের তৃতীয় তলার ৬ নং ওয়ার্ডের সার্জিক্যাল বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের মেডিকেল সার্জন ডাক্তার নুরে আলম জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আয়াত আলী শেখ সেফাসিয়াস র্হন রোগে ভুগছেন। এটি কোনো জটিল রোগ নয়। অপারেশন করলেই সে ভালো হয়ে যাবে।

আয়াত আলী শেখ জানান, প্রায় দেগ বছর আগে তার মাথায় প্রথমে একটি ফোঁড়া বের হয়। এরপর সেটি বড় হতে থাকে। বর্তমানে এটি শিং এর মত দেখতে। ইতিমধ্যে এই শিং এর দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার।

Developed by: