মোগলগাঁও ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগনের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা

thumbnail_DSC_0055সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন প্রেস ভবনে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম টুনু বর্তমান চেয়ারম্যান হিরন মিয়াকে ইউনিয়নের ব্যাংক একাউন্টে ৩হাজার ৩শত ৯৩টাকা ৫৩পয়সা ও নগদে ২শত ৭৫টাকা এবং ইউনিয়নের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রাদী দায়িত্ব হস্তান্তর করে বুঝিয়ে দেন।

ইউনিয়ন সচিব নিহারসি পাল এর পরিচালনায় নবনির্বাচিত চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক সুজাত আলী রফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.কে.এম আব্দুল্লাহ, সাবেক চেয়ারম্যান শাহ্ জামান নুরুল হুদা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহিউদ্দিন আহমদ, বাসস এর সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ মকসুদ, মোগলগাঁও ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী হাজী মোস্তফা মিয়া, সাবেক মেম্বার বশির মিয়া, লাল চুনু, হাজী মাঈন উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরুব্বী জায়ফর মিয়া, আনছার আলী, শাহ্জান মিয়া, আব্দুল বাছিত, রহিম উদ্দিন ও শুক্কুর মিয়া।

৭নং মোগলগাঁও ইউনিয়নের নবনির্বাচিত সদস্যবৃন্দ হলেন, মুক্তার আলী, আজিজ মিয়া, শফিকুর রহমান, সিদ্দিকুর রহমান সায়েম, ফজলু মিয়া, আজিজুল ইসলাম জয়নাল, মুজিবুর রহমান, ফজলু মিয়া, মইন উদ্দিন, মহিলা সদস্য চম্পা বেগম, আসমা বেগম, জফুরা বেগম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাবেক চেয়ারম্যান ও মেম্বারদেরকে ফুলেল তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা জানান। এসময়

উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় নাগরিকবৃন্দ।

Developed by: