নাচে-গানে এক অন্য পড়শিকে দেখা গেল ‘মেন্টাল’ সিনেমায়। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী পড়শি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পড়শি।
বাংলা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে গত ২ জুলাই প্রকাশ করা হয় সিনেমাটির ‘নাজেহাল’ শিরোনামের একটি গান। গানে শাকিবের সঙ্গে দারুণ নেচেছেন এই সঙ্গীতশিল্পী। শাকিব-পড়শির নাচ ভিন্নরকম আকর্ষণ যোগ করলো সিনেমাটিতে। নাচের মধ্যে শাকিবের সঙ্গে খুনসুঁটিও করেন পড়শি।
অভিনয়ের পাশাপাশি ‘নাজেহাল’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পড়শি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন কলকাতার সঙ্গীতশিল্পী শান। এই গানটির দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়। সিনেমাটি ঈদে মুক্তির প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, সিনেমার নাম ছিল ‘মেন্টাল’। কিন্তুসেন্সর বোর্ডের আপত্তির কারণে ‘রানা পাগলা’ নাম নিয়েই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব-তিশাকে দেখা যাবে ভিন্ন লুকে। এছাড়াও অভিনয় করছেন আঁচল।