বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ভাষাসৈনিক প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী আর নেই(ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকায় ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন।আগামীকাল শনিবার মরহুমের ৩টি জানাযা অনুষ্টিত হবে। ১ম জানাযা সকাল ১০টায় শাবি ক্যাম্পাসে,২য় জানাযা সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর ফুলবাড়ি মোকাম জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।পরে ফুলবাড়ি মোকাম জামে মসজিদ সঙলগ্ন গোরস্থানে দাফন করা হবে।মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাযায় অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উলেøখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ভাষাসৈনিক প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থতার জন্যে তিনি কথা বলতে পারেন না বা কাউকে চিনতেও পারেন না। তাকে ঈদের দিন নগরীর সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
প্রফেসর ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী ১৯৩১ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দে রাজশাহী কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০১ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর থেকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।