আপনি কি প্রতিটি পদে পদে হোঁচট খাচ্ছেন? জীবনে চলার পথে লড়াই করতে করতে আর পেরে উঠছেন না? নিজেকে মোটিভেট করতে সমস্যা হচ্ছে? তাদের জন্য এই সত্যি গল্পটা আগামির সূর্য হতে পারে৷ ১১৫ মিলিয়ন ডলারের মালিক কিংবদন্তি সচিন তেন্ডুল করের কাছেও একদিন বাড়ি ফেরার জন্য বাস ভাড়া, ট্রেন ভাড়া ছিল না৷ গল্পটা জানার আগে তাই ‘হাল ছেড়ো না বন্ধু…বরং’৷
দীর্ঘ দু’দশক ক্রিকেট কেলা খেলা সচিন তেন্ডুলকর ১১৫ বিলিয়ন ডলারের মালিক৷ তবে তাঁর সাফল্য খুব সহজে আসেনি৷ অনেক নিষ্ঠা-সাধনার পর আজ তিনি বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি৷ তাঁর জীবনের একটা সময় কেটেছে খুব সাধারণভাবে, আর পাঁচ জনের মতোই৷ একটা সময় এমন ছিল, যেখানে স্টেশন থেকে বাড়ি ফেরার টাকা ছিল না সচিনের হাতে৷ সচিন নিজেই সেকথা জানিয়েছেন৷
একবার অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলতে পুনে গিয়েছিলেন মাস্টার-ব্লাস্টার৷ সেখান থেকেই ফেরার অভিজ্ঞতা নিয়ে সচিন বলেন, ‘তখন আমার বয়স মাত্র ১২ বছর৷ মুম্বই অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়ে আমি খুব এক্সসাইটেড৷ সামান্য কিছু টাকা নিয়ে পুনেতে গিয়েছিলাম তিনটি ম্যাচ খেলতে৷ প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়েছিলাম৷ ভাল দৌডাতে পারতাম না৷ তারপর আর আমাকে খেলতে নেওয়া হয়নি৷ বাকি দিনগুলি মুভি দেখে আর খাওয়া দাওয়া করে কাটিয়ে ছিলাম৷ জানতাম না কিভাবে টাকা খরচ করতে হয়৷ সব টাকা খরচ হয়ে গিয়েছিল৷ এরপর ট্রেনে করে মুম্বই এসে দেখি পকেটে আর কোনও টাকা পয়সা নেই৷’ এরপর অবশ্য সচিন কিভাবে বাড়ি ফিরলেন সেটা জানাননি৷