সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব

F-02F-01সাহিত্য চর্চার মাধ্যমে সন্ত্রাসমুক্ত শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই লেখকদেরকে গঠনমূলক সৃজনশীল ইতিহাস ঐতিহ্য ও দিক নিদের্শনামূলক লেখালেখি চালিয়ে যেতে হবে। সাহিত্যিকদের দিকে প্রজন্মরা চেয়ে আছে।
গত ১৫ জুলাই দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও ছড়াকার বদরুল আলম খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সুব্রত দাশ। আড্ডায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন কবি মো. আব্দুস সামাদ, প্রবাসী রোপন মিয়া, গীতিকার হরিপদ চন্দ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, প্রভাষক কবি জ্যোতিষ মজুমদার, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি রাশিদা বেগম, কবি কামাল আহমদ, কবি এম আলী হোসাইন গীতিকার শাহ মো. শরফ উদ্দিন চিশতি, কবি শাহিনুর রহমান, কবি হাবিবুর রহমান খান। গান পরিবেশন করেন শিশু শিল্পী হিরামনি ও ওপু।

Developed by: