সুনামগঞ্জের পৌর শহরের মল্লিকপুরে এক প্রবাসীর বাড়িতে কৌশলে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে বাড়ীর সবাইকে অজ্ঞান করে লুটে নিয়েছে নগদ টাকা ও স্বর্নালংকার। রবিবার রাতে শহরের মল্লিকপুর এলাকায় প্রবাসী মোস্তফা মিয়ার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রাতে কৌশলে বাড়ীতে ঢুকে পাক ঘরের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ ব্যবহার করে সবাইকে অজ্ঞান করে ষ্টিলের আলমিরা ভেঙ্গে নগদ অর্থ ও র্স্বনালংকার লুঠে নিয়ে যায় দুবৃত্তরা।
আজ সোমবার সকাল ১০টায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুটা জ্ঞান ফিরে আসলে তাদের শিশু কন্যাসহ ৭জনকে বাড়ীতে নিয়ে আসা হয় এবং বাড়ীর মালিক প্রবাসী মোস্তফা মিয়া অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, ঘরের ভিতর স্প্রে জাতীয় চেতনা নাশক ঔষধ খাবারে প্রয়োগের মাধ্যমে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। এখনও ঘরে বিকট গন্ধ রয়েছে এবং খাবার পরীক্ষার জন্য আলামত নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, সকালে শিশু মহিলাসহ ১০জন রোগী বমি হচ্ছে বলে ভর্তি করা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

