স্বপ্নই মানুষকে তাঁর জীবনের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারে ———শিক্ষাবিদ মোঃ আবদুল আজিজ

aaaবিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ আবদুল আজিজ বলেছেন, একজন শিÿার্থীকে রোবট নয় বরং মনুষ্যত্ববান মানুষ হয়ে সুনাগরিক হতে হবে। এজন্য দরকার কঠোর অধ্যবসা ও পরিশ্রম। সেই সাথে একজন শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হবে। কেননা স্বপ্নই তাকে তাঁর জীবনের কাঙ্কিত লক্ষ্যে পৌঁছাতে পারে। পড়াশোনার পাশাপাশি মননশীল গদ্য, কবিতা ও উপন্যাস পড়তে হবে। এগুলো যেমন শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটায় একই সঙ্গে এগুলো ছেলে-মেয়েদের মানবিক বিবেক ও মূল্যবোধকে জাগ্রত করে। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সেমিনার হলরুমে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গিয়াস উদ্দিন-এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক লাকি বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. হেনা সিদ্দিকী। কলেজের শিÿার্থী জনি আক্তারের পবিত্র কোরআন তিলাওয়াত ও অনন্যা দাসের গীতাপাঠের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থানা বিভাগের অধ্যাপক মো. এনামুল হক চৌধুরী সুহেল। স্বাগত বক্তব্য রাখেন ভর্তি কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আজির হাসিব। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ, রসায়ন বিভাগের অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, গণিত বিভাগের অধ্যাপক মো. আলমগী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহিমা বেগম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. হেনা সিদ্দিকী বলেন, শিÿার্থীদের মনের মাঝে উচ্চাখাংকা থাকতে হবে। কেননা উচ্চাকাংখা না থাকলে কোন কিছুই অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, অভিবাবকদেরকে তাদের সন্তানদের খোজ খবর নিতে হবে এবং তাদের কে সময় দিতে হবে। সঠিক পরিচর্যার ফলে একটা ছেলে অথবা মেয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় অধিক মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন ও অভিভাবকদের আরো সচেতন ওয়ার আহবান জনান।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশ ও জাতির কর্ণদ্বধার। তাই দেশের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা-মানবিকতা ও উদারতার শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলেই সুন্দর ভবিষ্যৎ নির্মাণ ও আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব; জাতি গঠনে নারী সমাজের অবদানের কথা তুলে ধরেন।

Developed by: