দেখুন তো এই নায়িকাকে চেনেন কিনা? চিনতে পারছেন না? ভা্ল করে দেখুন। ইনি আপনার চেনা। অনেক দিন একে না দেখলেও ভুলে যাননি তা হলফ করে বলতে পারি। তবে শুধু আপনি কেন, সকলেই এর নতুন চেহারা দেখে চমকে গিয়েছেন। সময়ের সঙ্গে সকলের চেহারাই বদলে যায়। তা বলে এতটা পরিবর্তন? কসমেটিক সার্জারি, মেকওভারে বহু অভিনেতা-অভিনেত্রীর চেহারাই বদলে যেতে দেখেছি আমরা।
ইনি ঋতু শিবপুরী। বলিউড একে ‘লাল দুপাট্টে ওয়ালি’ হিসেবেই মনে রেখেছে। এ বার হয়ত চিনতে পারছেন? ১৯৯৩ সালে আঁখে ছবি দিয়ে বলিউডে পা রাখার পর হাতে গোনা কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন ঋতু।
নব্বই দশকের শুরুর দিকে বেশ কিছু বলিউড ছবিতে দেখা গিয়েছিল একে। তারপর হঠাত্ই উধাও হয়ে যান বড়পর্দা থেকে। ১৯৭৫ সালের ২২ জানুয়ারি জন্মানো এই মহিলার বয়স এখন ৪১ বছর।
২০০৬ সালে গোবিন্দার হদ করদি আপনে ছবিতে এক পার্শ্বচরিত্রে শেষ বারের মতো পর্দায় দেখা গিয়েছিল তাকে। ১০ বছর পর আবার পর্দায় ফিরছেন তিনি। টিভি সিরিজ ২৪ এর সিজন ২ তে দেখা যাবে তাকে। ২৪ ছাড়াও পুনীত ইসারের ‘হি-ম্যান’-এও অভিনয় করেছেন তিনি।
এই সিরিজে অ্যান্টি টেররিস্ট ইউনিটের ফরেন্সিক অফিসার ড. সানির ভূমিকায় দেখা যাবে একে। এই সিরিজে তার সঙ্গে জয় সিং রাঠোরের ভূমিকায় দেখা যাবে অনিল কাপূরকে। সম্প্রতি ৩ সন্তান নিয়ে বিচ হলিডে কাটাতে গিয়েছিলেন ইনি। তখনই ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দেখে আবার শিরোনামে আসেন।