মোহাম্মদ ইকবাল ২৮/৭/১৬ইং, সন্ধ্যায় কেমডেনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কানাডা প্রবাসী বাংলাদেশী কবি হাসিব মোহাম্মদ আব্দুল এর সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং একান্ত একটি প্রাণবন্ত সাহিত্য আড্ডায় বিলেতের কজন সাহিত্য প্রেমী মিলিত হন তাঁদের মধ্যে ছিলেন কবি কাজল রসিদ,কবি এ,কে,এম আব্দুল্লাহ,কবি এম, মোসাইদ খান, কবি মোহাম্মদ মুহিদ,কবি মোহাম্মদ ইকবাল আড্ডা শেষে তাঁরা একমত হন যে সাহিত্য রস সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধ হতে পারে যা বিশ্ব শান্তির জন্য এই মুহুর্তে বড় প্রয়োজন।