দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজের প্রভাষক আবদুর রাহমানের দাপন সম্পন্ন। আজ দুপুরে গ্রামের বাড়িতে সাংবাদিক আবদুর রাহমানের দাপন সম্পন্ন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা সিলেট প্রেসক্লাবে প্রিয় সহকর্মী,সর্বস্তরের সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে প্রথম জানাজা শেষে বেলা আড়াইটায় বালাগঞ্জের খুজগীপুরে আবদুর রাহমানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অসংখ্য আত্মীয় স্বজনসহ প্রিয় সহকর্মীসহ গ্রামের মানুষ।
উলেøখ্য, সোমবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দৈনিক কালের কন্ঠের সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। তিনি স্ত্রী এবং সাড়ে তিন বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আবদুর রাহমান গত ৭-৮ মাস ধরে খাদ্যনালীতে ক্যান্সারে ভুগছিলেন। আবদুর রাহমান দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট ব্যুরোতে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি স্থানীয় দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ ও সিলেট প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে তাঁর লেখা ভ্রমন বিষয় বই ‘বিলেতের গ্রাম’ প্রকাশিত হয়।