এ কে এম আব্দুল্লাহ’র দুটি কবিতা

akm

 

 

 

 

 

 

প্রথম জীবন

চোঙার মত বন্দুকনল সম্মুখে উর্বর প্রাণ।

পৃথিবীর বাগানে ফোটে কোমল ফুল

দেহময় আসমানি পবিত্রতার ঘ্রাণ।

ঝলসানো পাপড়ি, নেই সেই উজ্জলতা

পুষ্টিহীন বৃক্ষ থেকে ঝরছে কেবল

জীর্ণশীর্ণ দাগ উঠা দুঃসময়ের বাকল।

 

মাংসহীনদেহ বুকে ভাসে কঞ্চির পাঁজর

আঁটি বাধা জাতি কেবলই গলা ফুলায় !

জীবন ঘুমায় খাটের নিচে

শীতার্ত জমিনের মত ভেসে আসে

আগুনের ঘ্রাণ।

ইউরোনিয়াম রাঙা ভোরের কলজে

ক্রমশঃ হয় অবশ, চোখফেটে বের হয় রক্ত ;

বর্ষায় ধূয়ে যাওয়া মাঠের মত

মুছে যায় প্রথম জীবন।

 

মাটির ভিতরই আবার হয় মাটির জন্ম

প্লাস্টার ক্লাস্টার হয় উর্বর, মানবতার কোমল জীবনে।

সচেতনা

সচেতনা,সমুদ্র নাভির মত উত্তাল পেট

কালের চাদর মোড়ে বেঁচে আছি

উন্মোখ চোখদ্বয় ঐ উদ্যান পানে।

 

সচেতনা, তুমি ফুলেল খোলস ছেড়ে

রঙিন পেন্ডেল, টিভি টকশো থেকে

নেমে এসো

কটিন রুঢ় বাস্তবতায়,

দেয়ালে টাঙ্গানো নিতীবান ফ্রেমের ভিতর থেকে

বেরিয়ে এসো

মুমুর্শ বিবেকের পাশে।

 

এখানে এখন চাইনিজ নুডুলস

ইটালিয়ান ব্রেড কিংবা

থাই ফ্রাইড রাইসের বরই কদর ; অথচ

স্বপ্নের সন্তানেরা বড়ই ক্ষুধার্ত-তৃষ্ণার্ত

অন্ধের মত,দিন বা রাতের পার্থক্য খুঁজেনা

অথবা নিরামিষ কিংবা ফ্রাই !

 

সচেতনা তুমি নেমে এসো উপর থেকে

আসমানি রোদ মেখে,

মেঘের কালো আস্তরণ ভেদ করে।

 

এখন এই পৃথিবীতে আলোর বড় প্রয়োজন ;

তোমার আলো ।

Developed by: