পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বিভাগীয় সম্মেলন ও সংবর্ধনা আলোকিত সমাজ গড়তে পুস্তক ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে

a1বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিলেট বিভাগীয় কমিটির সম্মেলন ও সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান কেন্দ্রীয় কমিটির পরিচালক নির্বাচিত হওয়ায় এক সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ আগষ্ট শনিবার সিলেট বিভাগের পুস্তক ব্যবসায়ীদের উদ্যোগে নগরীর সুবিদবাজাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলন ও সংর্বধনা সভায় সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি আলমগীর মল্লিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আলোকিত সমাজ গড়তে পুস্তক ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে। বই জ্ঞান অর্জনের মাধ্যম। বই মনের অন্ধকার দূর করে, জ্ঞানের ভা-ার সমৃদ্ধ করে। একটি নির্ভুল বই মানুষের জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। বই প্রেমিরা কখনো সমাজের হীন চিন্তা করতে পারে না। একজন নিষ্ঠাবান লেখকের বইয়ের মাধ্যমে যেমন একটি সমাজ আলোকিত হতে পারে। তেমনই একজন সৎ ব্যবসায়ীর মাধ্যমে পুরো ব্যবসায়ী সমিতি তার লক্ষে পৌছাতে পারে। তাই সমাজকে অন্ধকার থেকে আলোকিত করতে পুস্তক বিক্রেতাদের আন্তরিক হওয়ার বিকল্প নাই। এই মূলবান পুস্তকের প্রকাশক বিক্রেতাগনকে সচেতন হতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রথম সহ সভাপতি কায়সার-ই আলম প্রধান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি কেন্দ্রীয় কমিটির পরিচালক মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কাজী জহুরুল ইসলাম বুলবুল ও শরীফুল আলম, সিলেট জেলা সভাপতি মাহবুবুল আলম মিলন। সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আজিজুর রহমান খান তপন ও সিলেট জেলা অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম বুলবুলের যৌথ পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির লিটন আহমদ, তানভীর হোসেন, আলাউদ্দিন সিকদার, মোরশেদ আলম বুলবুল, মাহমুদুল হাসান বাবু, জসীম উদ্দীন, মাহবুবুর রহমান, আতাউর রহমান, মাওলানা ফারুক আহমদ, সিলেট, মৌলভী বাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা প্রতিনিথিগন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুরের সভাপতি আলা উদ্দিন, জকিগঞ্জের সভাপতি আব্দুল আহাদ, বিয়ানীবাজারের সহ সভাপতি জহিরুল ইসলাম, গোলাপগঞ্জের কাষাধ্যাক্ষ শাহুনুর ও রোটারীয়ান মিজানুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হফিজ ক্বারী মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সমিতির বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপহার সামগ্রী প্রদান করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। মধ্যহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।

Developed by: