লন্ডনে বৈশাখী মেলা

m 1
প্রতি বছরের মতো এবারও অনুষ্টিত হয়ে গেলে লন্ডনে বৈশাখী মেলা।
রোববার সকাল ১১টায় বৈশাখী মেলার র‌্যালির উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধনী র‌্যালীতে টাওয়ার হ্যামলেটস বারার নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী , স্পিকার খালেস উদ্দিনসহ কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাও টাওয়ার হ্যামলেটসের স্কুলের ছোট ছোট ছেলে মেয়ারা শোভা যাত্রায় অংশ গ্রহণ করে।
নানান বর্ণের মুখোশ আর বর্ণিল পোষাকের সমারোহে র‌্যালিকে মনোমুগ্ধকর করে তোলে। ব্রিকলেনের বাক্সটন রোড থেকে শুরু হয়ে উইভার্স ফিল্ডের মঞ্চে গিয়ে র‌্যালির সমাপ্তি হয়। দুপুরের থেকে নাচ গানে মঞ্চ মাতিয়ে তোলেন বিলেতের স্থানীয় শিল্পীবৃন্দ। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম । ৩টার পর থেকে উপচে পড়ে ভীড়। মাঠের একপাশে বসানো নানা রকম মজাদার খাবারের স্টল। ঝালমুড়ি, চানাচুর, ফুচকা-চটপটি ও বিরিয়ানি সহ স্টলগুলোতে নানা বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছিলেন বিলেতের বাংলাদেশিরা। পরিবার-পরিজন নিয়ে মেলা উপভোগ করতে এসেছিলেন অনেকেই। নিজেদের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার এক বড় সুযোগ বলে মনে করেন অনেকে ।
m 2
বিলেতের বিভিন্ন শহর থেকে আগত বন্বƒ বান্বƒবদের সাথে অনেকেই আড্ডায় মেতে থাকতে দেখা যায়।
মেলায় বাংলা ভাষাভাষি ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকদেরও ব্যাপক সমাগম ঘটে। তাদের কেউ কেউ আবার বাঙালি ছেলে মেয়েদের মতো পোষাক পরিধান করে ফুসকা, চানাচুর, মুড়ি খেতে দেখা গেছে। অনেকে আবার বাঙালি ছেলে মেয়েদের সাথে তাল মিলিয়ে গানের তালেতালে নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। মেলার বিশেষ আকর্ষন হাবিব ওয়াহিদ তার পছন্দের গান ছাড়াও দর্শকদের অুরোধের গান করেন। শেষ মুর্হুতে আয়ুব বাচ্চু মঞ্চে এসে একে একে তার জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন জয় করেন।
লন্ডনে বৈশাখী মেলা

Developed by: