গোলবন্যায় ফাইনালে ব্রাজিল

27680_neymarনেইমারের রেকর্ডগড়া ম্যাচে হাফডজন গোলের জয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। মেয়েদের বিদায়ের পরদিন ব্রাজিলবাসীর মুখে হাসি ফেরালো পুরুষ ফুটবল দল। যারা দুই বছর আগে নিজ দেশেই আরেক সেমিফাইনালে (৭-১) ৬ গোলের ব্যবধানে হেরেছিল তারাই অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ৬-০ গোলে হারালো হন্ডুরাসকে। শনিবার রাতে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে সেই জার্মানি যদি তারা নাইজেরিয়াকে হারাতে পারে।
বুধবার স্থানীয় সময় দুপুরে খেলা শুরু হওয়ার ১৪ সেকেন্ডের মাথায় নেইমার গোল করে অবক করে দেন সবাইকে। অলিম্পিক ইতিহাসে এটিই দ্রুততম গোল। বার্সেলোনার এ তারকা পেনাল্টি থেকে দলের ষষ্ঠ গোলটিও করেন। মাঝে দুটি গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়ের জেসাস। আর মারকুইনহোস ও লুয়ান করেন অপর দুটি গোল। দত্ষিণ আফ্রিকা আর ইরাকের সঙ্গে ড্র করে বিদায়ের শংকায় পড়া ব্রাজিল প্রথম অলিম্পিক শিরোপার স্বপ্ন দেখতেই পারে। চার বছর আগে লন্ডন অলিম্পিকে ব্রাজিল ফাইনালে হেরে যায় মেক্সিকোর কাছে।

Developed by: