সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে বঙ্গবন্ধুকে চর্চা
করতে হবে। বঙ্গবন্ধু চর্চার কোন বিকল্প নেই। তাহলে স্বাধীন বাংলাদেশে
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। গত ১৯ আগস্ট বঙ্গবন্ধুকে নিবেদিত দণি
সুরমা সাহিত্য পরিষদের লেখাপাঠের আসরে বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন।
স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে শুক্রবার বিকালে দণি সুরমা
সাহিত্য পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় আসরে লেখাপাঠ ও আলোচনায়
অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ
বেতারের কণ্ঠশিল্পী মো. ইসরাইল মিয়া, গীতিকার হরিপদ চন্দ, ছড়াকার তারেশ
কান্তি তালুকদার, প্রভাষক কবি জ্যোতিষ মজুমদার, ছড়াকার সুব্রত দাশ, কবি
সৈয়দ মুক্তদা হামিদ, কবি কামাল আহমদ, কবি জোবায়দা বেগম আখি, কবি এম আলী
হোসাইন, গীতিকার এন এম ইসলাম ও মো. মিজানুর রহমান।

