
প্রজন্ম’৭১ যুক্তরাজ্য এর জাতীয় শোক দিবস উপলক্ষে‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচানা ও বিশেষসংকলন “একাত্তর” এর মোড়ক উন্মোচন আগামি ২৯ আগস্ট ২০১৬, সোমবার বিকাল সাড়ে ছয়ঘটিকায় ইস্টলন্ডনের ব্লুমুন, ৮২-৮৮ মাইল এন্ড রোড,ই ১ ৪ইউ এন এ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনায়বিশ্বাসী সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবেঅনুরোধ জানিয়েছেন সংগঠনের আহবায়ক মোঃবাবুলহোসেন ও সদস্য সচিব এ কে এম আব্দুল্লাহ।
উল্লেখ্য,জাতীয় শোক দিবস উপলক্ষে প্রকাশিত সংকলন“একাত্তর” এ লিখেছেনঃ সামছুদ্দিন খাঁন,সুলতান মাহমুদ শরীফ, আতাউর রহমান খান,নইম উদ্দিন রিয়াজ,নাদিমকাদির,ডাঃফয়জুল ইসলাম,ইসহাক কাজল,সুজাত মনসুর,সেলিনা হোসেন, কয়ছর সৈয়দ,আমান উদ্দিন, ফরহাদহোসেন টিপু,আব্দুল করিম নাজিম, আমিনুল হক জিলু, ছাইদুর রহমান,ফুয়াদ আহমেদ ফরহাদ, কামরুল হাসান মুন্না, রুহুল এ রহমান,শাহশহীদ আলী, বাবুল হোসেন,এ কে এম আব্দুল্লাহ।
কবিতাঃ শামীম আজাদ,আতাউর রহমান মিলাদ, ফকিরইলিয়াস,আবু মকসুদ, কাজল রশীদ,আব্দুলহাসিব,মজিবুল হক মণি,দিলু নাসের,ইকবাল হোসেন বুলবুল,জামিল সুলতান,সাগর রহমান,এম মোসাইদ খান,উদয়শংকর দুর্জয়, আব্দুল কাদির চৌধুরী মুরাদ,মোঃ ইকবাল, মুহাম্মদ মুহিদ, ইকবাল বাহার সুহেল,মোঃমঞ্জুর আহমেদ।
গল্পঃ মিল্টন রহমান।