
যেদিন আমার নামের পাশে (ব্যান্ড) শব্দটি শুনতে পাবো না, সেই দিন থেকে আমার প্রতিটি ক্ষণ হবে ঈদের আনন্দের মতো।’ একথা বললেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। ‘ব্যান্ড!’ এই শব্দটি আর কোনো ভাবে শুনতে চাইছেন না তাসকিন আহমেদ। এখন শুধু অপেক্ষা পরীক্ষা দিয়ে নিজেকে মুক্ত করার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ই সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তাসকিন পরীক্ষা দিবেন। তার পর থেকে ব্যাকুল হয়ে আছেন এই তরুণ পেসার। দিনক্ষণ ঠিক হওয়ার সংবাদ শোনার পর তার অনুভূতি নিয়ে তিনি বলেন, ‘যখন শুনলাম পরীক্ষার দিন ঠিক হয়েছে তখন খুবই ভালো লেগেছে। সেই সঙ্গে একটি চাপও অনুভব করছি। তবে আমি এখন প্রস্তুত আছি। দোয়া করবেন পরীক্ষা দিয়ে যেন মুক্ত হয়ে আসতে পারি। কারণ যেদিন থেকে আমার নামের পাশে ‘ব্যান্ড’ কথাটি যুক্ত হয়েছে সেদিন থেকে কেমন জানি লাগতো। ভীষণ খারাপ একটা অনুভূতি।’ পরীক্ষার কঠিন নিয়ম নিয়ে তাসকিন বলেন, আমি কোথায় এবং কতটা কঠিন পরীক্ষা তা নিয়ে ভাবছি না। আমি এখন পরীক্ষা দেবো সেটি যত কঠিনই হোক না কেন। আমি চাইছি পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে।’ অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে দারুণ পরিশ্রম করছেন এই তরুণ পেসার। বিসিবির অধীনে তার প্রস্তুতি নিয়ে তিনি এখন বেশ সন্তুষ্ট। তাসকিন বলেন, ‘নিষিদ্ধ হওয়ার পর থেকে বিসিবি আমাকে নিয়ে কাজ করছে। বিশেষ করে স্থানীয় কোচ মাহবুব আলী জাকি স্যার আমাকে নিয়ে দারুণভাবে কাজ করেছে। এছাড়াও এখানে এখন বেশ কয়েকটি ক্যামেরা বসিয়ে আমার অ্যাকশনের ফুটেজ নেয়া হয়েছে। সবার সাহায্য পাচ্ছি। এখন আমি বিশ্বাস করি সবার সাহায্য ও শুভকামনা নিয়ে দ্রুত পরীক্ষা দিয়ে মুক্ত হতে পারি।’