ফেসবুকে প্রেম, অতঃপর লোপার বিয়ে

a-1দুজনের পরিচয়টা ফেসবুকে। তারপর দুজনের সম্পর্কটা আরও গাঢ়ো হতে হতে রূপ নেয় প্রণয়ে। বছর খানেক প্রেমের দুজন বিয়ে করলেন গায়িকা-সংবাদ পাঠিকা লোপা হোসেইন। বর সিরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং গীতিকার-সুরকারও। গত ৫ আগস্ট রাত ৯টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় তাদের আকদ হয়। এখানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছিলেন।

লোপা জানিয়েছেন, ‘গানের কাজ করতে করতে একসময় অনুভব করতে শুরু করলাম, আমার স্বপ্নের জীবনসঙ্গীর সঙ্গে এই মানুষটি প্রায় নব্বই ভাগ মিলে গেছে। যখন দেখলাম তার দিক থেকেও একই রকম অনুভূতি কাজ করছে, তখন সিদ্ধান্ত নিলাম ঘর বাঁধার। আমরা নিজেদেরকে বলি একে অপরের আত্মাসঙ্গী।’

লোপার বর সিরাজুম মুনির আমেরিকান একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত। গানের সূত্রেই তাদের পরিচয় ও সখ্য। তারপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। আগামী মাসে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

Developed by: