ব্রাজিলের মাটিতে জার্মানদের আরেক শিরোপা

27983_Germanyজার্মানির ফুটবলে এমনিতেই কোনোকিছুর কমতি নেই। কিন্তু দেশটির ফুটবলে যেন নয়া এক বিপ্লব শুরু হয়ে গেছে। সর্বশেষ ২০১৪-ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জেতে জার্মানির জাতীয় দল। অলিম্পিক ফুটবল অনূর্ধ্ব-২৩ দলের খেলা। কিন্তু জার্মানির তরুণ-তরুণীরা সেখানেও বড়দের ধারাবাহিকতা ধরে রাখলো। আজ রাতে পুরুষদের অলিম্পিক ফুটবলের ফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। তার আগে আজ সকালে জার্মানির তরুণীরা দেখালো অনন্য কীর্তি। রিও-অলিম্পিকে নারী ফুটবলের সোনা জিতেছে তারা। ফাইনালে সুইডেনকে হারিয়ে তারা প্রথমবারের মতো সোনা জিতেছে জার্মানির নারী ফুটবল দল। অলিম্পিকে জার্মানির নারী দল বরাবরই দুর্দান্ত। এর আগে ৫ বার অলিম্পিকে নারীরা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এরমধ্যে তিনবারই ব্রোঞ্জ পদক জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে জার্মানিকে। ২০০০, ২০০৪ ও ২০০৮- টানা তিনবার ব্রোঞ্জ জেতে। প্রতিবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা। তবে এবার ফাইনালে উঠেই বাজিমাৎ করলো। অন্যদিকে প্রথমবাররে মতো ফাইনালে উঠে রূপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সুইডেনকে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে কানাডার নারীরা।
ফাইনালের প্রথমার্ধে দুই দলই নিষ্প্রাণ খেলা দেখায়। তবে দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন মারোজান। আর ৬২ মিনিটে জার্মানদের ব্যবধান আরো বাড়ান প্রতিপক্ষের লিন্ডা সিমব্রান্ট। প্রতিপক্ষ দলের নেয়া ফ্রি-কিক গোলপোস্টে লেগে ফিরে এলে সেটা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন লিন্ডা। এতে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি। ৬৭ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান কমায় সুইডেন। কিন্তু এরপর সমতায় ফিরতে পারেনি সুইডিশরা। বরং জার্মানির বেশ কয়েকটি আক্রমণ থেকে গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় সুইডেন।

Developed by: