রোটারী কাব অব জালালাবাদের ৩২তম অভিষেক সম্পন্ন সেবামূলক কর্মকা-ের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দমনে রোটারীয়ানদের এগিয়ে আসার আহবান — তথ্য সচিব মর্তুজা আহমদ

01তথ্য সচিব মর্তুজা আহমদ বলেছেন, রোটারীয়ানরা বিশ্বব্যাপী শুভেচ্ছা সুবাতাস বয়ে দেওয়ার অগ্রদূত হিসেবে কাজ করেন। রোটারী বিশ্বব্যাপী সমাধিক প্রতিষ্ঠান হিসেবে মানব সেবায় কাজ করছে। যার ফলস্বরুফ সবচেয়ে বড় সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে জাতির সংঘ স্বীকৃতি দিয়েছে। তিনি সেবামূলক কর্মকা-ের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস বাদ দমনে রোটারীয়ানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি রোটারী কাব অব জালালাবাদের ৩২তম অভিষেক অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শুক্রবার রাতে জালালাবাদ রোটারী কাবের উদ্যোগে সিলেট ষ্টেশন কাবে রোটারী কাব অব জালালাবাদের ৩২তম অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়।অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মনির উদ্দিন চৌধুরীর অনুপস্থিতে অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব রোটারীয়ান প্রফেসর লে:কর্নেল এম আতাউর রহমান পীর।রোটারিয়ান মোস্তফা কামাল এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ৩২৮২ এর ডিষ্ঠ্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী।সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক রোটারী জেলা গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ লতিফ,রোটারী জেলা গভর্নর নমিনি রোটারিয়ান দিল নাশিন মহসিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিষ্ঠ্রিক্ট এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান আব্দুস সাত্তার, জালালাবাদ পঙ্গু হাসপাতালের ডাক্তার সাইদুর রহমান। রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, রোটারিয়ান আখতার আহমদ,রোটারিয়ান মো: মিজানুর রহমানসহ রোটারীয়ানরা সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান হানিফ মোহাম্মদ । কাবের নতুন প্রেসিডেন্ট এডভোকেট মোজাক্কির হোসাইন কামালীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিগত বছরের প্রেসিডেন্ট নিরেশ চন্দ্র দাশ। কাবের প্রাক্তন সেক্রেটারী লতিফা জাহাঙ্গীর কাবের নতুন সেক্রেটারী রুমেল এম এস রহমান পীর এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান অতিথিকে আনুষ্টানিকভাবে পরিচয় করিয়ে দেন নতুন সেক্রেটারী রুমেল এম এস রহমান পীর। অনুষ্ঠানে সার্জেন্ট অব আমর্স এর রিপোর্ট পেশ করেন রোটারিয়ান মো: মিজানুর রহমান।অনুষ্ঠান শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান প্রফেসর ড. তোফায়েল আহমদ।অভিষেক উপলক্ষে জে এমএইচ জে ফেরদৌস সম্পাদিত ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
তথ্য সচিব মর্তুজা আহমদ আরো বলেন রোটারীয়ানরা সমাজ কল্যাণ সামাজিক নিরাপত্তা সরকারের অংশীদার ও উন্নয়ন সহযোগি হিসেবে কাজ করছেন। তিনি রোটারীয়ানদের মানবসেবায় নিয়োজিত থেকে ভ্রাতৃত্ব সৃষ্টি করে সরকারী লক্ষ্য মাত্রা অর্জনে কাজ করে সরকারকে উৎসাহিত করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রোটারী ডিষ্ঠ্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী বলেন রোটারীয়ানরা দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন অত্যন্ত প্রশংসনীয়। রোটারী কাবের সদস্যদের মধ্যে যে লিডারশিপ তৈরি হয়েছে, তা অন্য যে কোন প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয়। এজন্য রোটারীর মূল ধারাকে বজায় রাখার প্রত্যয় নিয়ে রোটারিয়ানদের কাজ করে যেতে হবে।

Developed by: