সিলেট সাউথ এর উদ্যোগে বৃরোপন কর্মসূচি উদ্বোধন পরিবেশের ভারসাম্য রা ও প্রাকৃতিক দূর্যোগে গাছপালা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে

a-1পরিবেশের ভারসাম্য রা ও প্রাকৃতিক দূর্যোগে গাছপালা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। বেশী করে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। সবুজ গাছগাছালি মনকে সতেজ করে চোখে আনে প্রশান্তি। এজন্যে বাড়ির আশেপাশে গাছ লাগানো উচিত। তাতে বাড়ির পরিবেশের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে। রোটারী কাব সিলেট সাউথ এর উদ্যোগে বৃরোপন কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন।
কাব প্রেসিডেন্ট রোটারিয়ান জামালউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান রাজিব আহসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দণি সুরমা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান সামসুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পি পি প্রফেসর জয়ন্ত দাস ,স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি মতিউর রহমান পিএইচ এফ,অন্যনোরদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান পি পি এডভোকেট দিপক রঞ্জন দত্ত, কাব এর ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান জুবায়ের আহমদ,রোটারিয়ান উজ্জল দাস , রোটারিয়ান দিদার ইবনে তাহের লস্কর, , রোটারিয়ান আতিকুর রহমান চৌধুরী,রোটারিয়ান আলী আকবর রাসেল প্রমুখ।
দণি সুরমা ডিগ্রি কলেজে প্রাঙ্গনে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোাগান নিয়ে রোটারী কাব সিলেট সাউথ বৃরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

Developed by: