‘‘মানুষ বেঁচে থাকে তাঁর কৃতি ও কর্মের মাধ্যমে। প্রকৃত লেখক-সাহিত্যিকরা সত্য ও সুন্দরের বেদীমূলে নিজেকে সমর্পণ করে আজীবন মানবতার গান গেয়ে যান। এমনই এক নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক সুফিয়ান আহমদ চৌধুরী। তাঁর মন মননে সাহিত্যকর্মের নেশা সতত প্রবহমান। লেখক-সংগঠক সৃষ্টিতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর কৃতির আলো ছড়িয়ে আছে স্বদেশ এবং বিদেশে।’’
সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্বদেশ ফোরাম, নিউইয়র্কের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াশিল্পী-সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট-এর ৫৬ তম জন্মবার্ষিকী উদযাপন ও ‘মনন’ প্রকাশনা উপলÿে বিশেষ সাহিত্যআড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে গত ২০ আগস্ট সিলেট শহরের একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত সাহিত্যআড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট ও স্বদেশ ফোরাম, সিলেটের সভাপতি ছড়াশিল্পী শাহাদত বখত শাহেদ। এতে আলোচনা ও লেখা পাঠে অন্যান্যের মধ্যে অংশ নেন ছড়াশিল্পী বিধূভূষণ ভট্টাচার্য, কবি মুহাম্মদ তোবারক আলী, লেখক মো: আব্দুল মালিক, ছড়াশিল্পী অজিত রায় ভজন, কবি এখলাসুর রহমান, ছড়াশিল্পী সুমন বনিক, প্রচ্ছদশিল্পী ও কলাম লেখক মুহাম্দ লুৎফুর রহমান, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, বাংলাদেশ ব্যাংকের জ্যোতিমোহন বিশ্বাস, প্রবণকান্তি দেব, ছড়াশিল্পী কামাল আহমদ, ছড়াশিল্পী রানা কুমার সিংহ, কবি সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি চন্দ্রশেখর দেব, কবি ধ্রæব গৌতম, গল্পকার জসিম আল ফাহিম, কবি সজল কান্তি সরকার, ছড়াশিল্পী কামরুল আলম, কবি নাজনীন আক্তার কনা, ছড়াশিল্পী শাহ মিজান, সৈয়দ মুক্তদা হামিদ, জুবাইদা বেগম আঁখি প্রমুখ। উলেøখ্য, কবি পুলিন রায়ের সম্পাদনায় সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেট-এর ৫৬ তম জন্মবার্ষিকী উপলÿে সিলেট সাহিত্য পরিষদের মুখপত্র ‘মনন’এর বিশেষ সংখ্যায় দেশ বিদেশের একচলিøশ জন লেখকের প্রবন্ধ-কবিতা-ছড়া ইত্যাদি ছাপা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি ।