২৯ গোলের রোমাঞ্চকর এক ফুটবল ম্যাচ

28619_29-goalইংলিশ লীগ কাপে রোমাঞ্চকর এক ফুটবল ম্যাচ দেখলো দর্শকরা। দুই দল মিলে করলো ২৯ গোল! তারপরই ম্যাচের ভাগ্য নির্ধারণ হলো। লীগ কাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় ডার্বি কাউন্টি ও কার্লাইল ইউনাইটেড। ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে সমতায় শেষ হয়। ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নেয়া হয়। সেখানে কার্লাইলকে ১৪-১৩ গোলে হারিয়েছে ডার্বি কাউন্টি। রোমাঞ্চকর এ টাইব্রেকারে দুই দলের খেলোয়াড়রা পাঁচটি পেনাল্টি শট মিস করেন। আর শেষ পর্যন্ত ডার্বির জয় নিশ্চিত করেন ১৮ বছর বয়সী খেলোয়াড় টিমি ম্যাক্সের গোলে। ডার্বির হয়ে এই ম্যাচেই তার অভিষেক হয়। নিজের অভিষেকেই নাটকীয় এক জয়ের নায়ক হয়ে গেলেন সেøাভেনিয়ার এ খেলোয়াড়। টাইব্রেকারের আগেও ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে এগিয়ে ছিল ডার্বি। এমন কি যোগ করা সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত তারা জয় দেখছিল। কিন্তু শেষ বাঁশি বাজার এক মুহূর্ত আগে কার্লাইল ইউনাইটেডকে সমতায় ফেরান মাইক জোন্স। এতে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। কিন্তু সেখানে দুই দলই গোল করতে ব্যর্থ হয়।
এদিন তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে প্রিমিয়ার লীগে খেলা চেলসি, লিভারপুল ও এভারটন। বারটন আলবিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আর ব্রিস্টল রোভার্সকে ৩-২ গোলে হারিয়েছে অ্যান্তনিও কন্তের চেলসি। এছাড়া ইয়োভিল টাউনকে ৪-০ গোলে হারিয়েছে এভারটন।

Developed by: