ঝলমলে অনুষ্ঠানে রিও অলিম্পিকের সমাপ্তি পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে

1_81538বিশ্ব বিখ্যাত সাম্বা, চোখ ধাঁধানো আতশবাজি, মন মাতানো নাচ-গানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে রিও অলিম্পিক গেমসের।ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ আনুষ্ঠানিকভাবে রিও অলিম্পিক গেমসের সমাপ্তি ঘোষণা করেন। সাধারণত যেকোন বড় আসরের সমাপনী অনুষ্ঠানে থাকে বিষাদের ছায়া। কিন্তু আমোদপ্রিয় ব্রাজিলিয়ানরা দেখিয়েছে কীভাবে আনন্দের মাধ্যমেও একটি অনুষ্ঠানের সমাপ্তি টানা যায়। ১৬ দিনব্যাপী গেমসের সমাপনী অনুষ্ঠানটি ছিল বলতে গেলে একেবারেই ব্রাজিলের নিজম্ব সংস্কৃতির প্রকাশ।সমাপনী অনুষ্ঠানে ঝড় বৃষ্টি হানা দিলেও অনুষ্ঠান চলেছে একেবারে স্বাভাবিক গতিতেই। সমস্যা জর্জরিত ব্রাজিল নিরাপদ এবং ভালোভাবেই অলিম্পিক আয়োজন করতে সক্ষম হয়েছে। তাদের এখনও অনেক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হবে। কিন্তু তারপরেও তারা বিশ্ববাসীকে দেখিয়েছে আনন্দ কীভাবে করতে হয়। তাই থমাস বাখ ঘোষণা দিতে পারেন, ‘মার্ভেলাস শহরে অসাধারণ অলিম্পিক’ বলে। এর কিছুক্ষণ পরই তিনি বলেন, ‘আমি ৩১তম অলিম্পিক গেমসের সমাপ্তি ঘোষণা করছি।’ ২০২০ সালের অলিম্পিক হবে জাপানের টোকিও শহরে। তাই সমাপনী অনুষ্ঠানে জাপানের জন্য বরাদ্দ ছিল কিছু সময়। সেই সময়ের মধ্যেই জাপান দেখিয়েছে প্রযুক্তিগত দিক থেকে তারা কতটা উন্নত। প্রযুক্তির ব্যবহার ছিল ব্রাজিলের উদ্বোধনী ও সমাপনীতেও। বিশেষ করে তারা যেভাবে লেজার রশ্মির ব্যবহার দেখিয়েছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হয়েছে। সমাপনী অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্রাজিলিয়ান সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনী। বিমান আবিষ্কারক হিসেবে স্বীকৃতি পাওয়া আলবার্তো স্যান্টোস ডুমন্টের একটি বাণী দেখানো হয়। তার কথা ছিল ‘ব্রাজিলিয়ানরা খালি হাতেই সবকিছু করতে পারে।’ রং বেরংয়ের পালক ও পোশাক পরিহিত পারফরমাররা ব্রাজিলের বিভিন্ন ঐতিহ্যের প্রতিকৃতি সৃষ্টি করেন। যার মধ্যে ক্রাইস্ট রিডিমার থেকে শুরু করে সুগারলফও ছিল। সমাপনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে বৃষ্টি। হালকা বৃষ্টির মধ্যে রং বেরংয়ের লাইটিং সৌন্দর্য বাড়িয়ে দেয়। এছাড়া ব্রিটিশ অ্যাথলেটরা বিশেষ জুতা পরে যান। যাতে বিভিন্ন রংয়ের আলো ছড়ায়। টোগোর তায়কোয়ান্দো খেলোয়াড় পিটা টাউফাটুফুয়ার বিশেষ নৃত্য আনন্দ দেয় উপস্থিত দর্শকদের। এ গেমস ব্রাজিলকে অনেক কিছু দিয়েছে। এতদিন ফুটবলে স্বর্ণপদক ছিল অধরা। তারা প্রথমবারের মতো অলিম্পিকে স্বর্ণপদক জয় করেছে। ইতিহাস গড়েছেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। তিনি প্রথম অ্যাথলেট হিসেবে ট্রিপল ট্রিপল জয় করেছেন। অলিম্পিকের ইতিহাসে একই ইভেন্টে তিনটি করে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব আর কারুর নেই। এমন কৃতিত্বের পাশাপাশি খারাপ ঘটনাও ঘটেছে। এর মধ্যে আমেরিকান চার সাঁতারুর ছিনতাইয়ের নাটক সৃষ্টি ছিল লজ্জার। ব্রাজিলের একটি পেট্রল পাম্পে ভাঙচুর করার পর নিরাপত্তাকর্মীদের চাপের মুখে জরিমানা দেয়া আমেরিকানরা ছিনতাইয়ের গল্প ছড়ায়। পরে রিও পুলিশ তদন্ত করে জানতে পারে আসল ঘটনা। এ ঘটনার জন্য ক্ষমা চায় আমেরিকান অলিম্পিক কমিটি ও চার সাঁতারু। তাদের জরিমানাও দিতে হয়। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত প্রথম অলিম্পিক সফল বলা চলে। এখন অপেক্ষা টোকিওর। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে অলিম্পিক পতাকা গ্রহণ করেন রিওর মেয়র এডুয়ার্ডো পায়েস ও আইওসির সভাপতি থমাস বাখের কাছ থেকে। দর্শকদের অনেকেই বলেন, ‘বিদায় রিও, দেখা হবে টোকিওতে।’ ওয়েবসাইট।

Developed by: