বালাগঞ্জে প্রায় পাঁচশ গরীব মায়ের সেবায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যের সংগঠন ‘মা’

a1যুক্তরাজ্যের কিংস কলেজে অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ম্যাটারনাল এইড এসোসিয়েশন-মা ইউকে-এর সদস্যরা সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রায় পাঁচশ গরীব মায়েদের মাতৃত্বজনিত রোগের চিকিৎসাসেবায় এগিয়ে এসেছে। দুইদিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের প্রথমদিন গতকাল সোমবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনভর চিকিৎসাসেবা প্রদান করা হয়। মা-ইউকে এবং বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী ও ডাক্তারদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন মা বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রোগীদের বিভিন্ন পরীক্ষানিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়।

এ উপলক্ষ্যে আলোচনাকালে বক্তারা বলেন, মায়েদের জন্যই আমাদের জন্ম ও বেড়ে ওঠা। একটি শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে সুস্থ মা ও সুস্থ শিশু বড়ই প্রয়োজন। একজন সুস্থ মা’ই শুধু পারেন একটি সুস্থ শিশুর জন্ম দিতে। আর একটি সুস্থ শিশু শুধু একটি পরিবার বা বাবা-মা’রই কাম্য নয় দেশের প্রতিটি নাগরিকের কাম্য। মায়েদের মাতৃত্বজনিত রোগের চিকিৎসাসেবায় কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মা। আমাদেরকে এ সংগঠনের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ম্যাটারনাল এইড এসোসিয়েশন মা-ইউকে-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকিল জায়গীরদার, সদস্য ফায়সল আলম, রিমা আক্তার, লাবিব হোসেইন, আব্দুল রাহিয়াছ সেলিম, উসামা সাওয়ার, আহমদুর চৌধুরী, তাসনিম আনোয়ার, ডা: সালিক উল্লাহ, মা বাংলাদেশ-এর ডিরেক্টর ডাঃ ওয়াকারুল ইসলাম, সংগঠনের এ্যাম্বেসেডর ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের রক্তদান কেন্দ্র ‘সজিবনী’-এর প্রেসিডেন্ট রাফা জায়গীরদার, মা বাংলাদেশ-এর এ্যাম্বেসেডর মুনতাহা আসমা মৌরি প্রমুখ।

দুদিনব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের প্রথমদিন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের রক্তদান কেন্দ্র ‘সজিবনী ’-এর উদ্যোগে সংগঠনের প্রেসিডেন্ট রাফা জায়গীরদারের নেতৃত্বে বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়। এসময় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের একঝাক ছাত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।

Developed by: