দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তোলতে সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উদ্যোগে জঙ্গি বিরোধী র্যালী, মানববন্ধন কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গন থেকে র্যালী করা হয়। র্যালী শেষে কলেজ সংলগ্ন প্রধান সড়কে এক মানববন্ধ ও সভা অনুষ্ঠিত হয়।
নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে গতকাল ১৩ আগষ্ট শনিবার সকাল ১০ঘটিকায় মানববন্ধনসহ এই সকল কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্য চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন মানববন্ধন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বি.এড প্রশিক্ষণার্থী নুহেল আহমদ চৌধুরী। বি.এড প্রশিণার্থী ও পরিচালনা কমিটির সদস্য সচিব সুবল বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক মীর গোলাম হায়দার, সহযোগী অধ্যাপক মো. ফরিদুল হক, সহকারী অধ্যাপক ও টিটি কলেজ শিক পরিষদের সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, প্রভাষক মো. মনিরুজ্জামান, প্রভাষক নিরঞ্জন চন্দ্র ভৌমিক, প্রভাষক শাহানারা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রমথেশ দত্ত, জিয়াউর রহমান মামুন, জামাল মিয়া, রাসেল আহমদ দিপু, নজির মিয়া, জান্নাতুল ফেরদৌস, ছয়ফুর রহমান, আব্দুল মুমিন, মো. জিল্লুর রহমান, লিজা শারমীন, মারজানা বেগম প্রমুখ।
এছাড়াও ইন সার্ভিসের প্রশিনার্থী প্রধান শিকগন, সি.পি.ডি ও এডভান্সড আইসিটির প্রশিনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে টিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মামুন আকবর বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীসহ তাদের আশ্রয়-পশ্রয়দাতাদের চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শান্তির পৃথিবী তথা শান্তির বাংলাদেশকে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র গঠন করতে জঙ্গি ও সন্ত্রাসীদের সকল ধরণের অপতৎপরতা পরিহার করে শান্তির পথে আসার আহ্বান জানান তিনি।