মিজান মোহাম্মাদঃ দক্ষিণ সুরমা উপজেলার সিলাম থেকে প্রকাশিত প্রথম ও একমাত্র পত্রিকা মাসিক চন্দ্রবিন্দু’র ৬ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত পাঠক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সংবাদপত্র সমাজের আয়না। একটি পত্রিকার মাধ্যমে সমাজের উন্নয়ন, অগ্রগতি ও আলোকিত সময়ের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে। তিনি আরো বলেন, মাসিক চন্দ্রবিন্দু পত্রিকা দীর্ঘদিন থেকে সিলাম তথা দক্ষিণ সুরমার মুখ্যপত্র হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি এই কষ্টসাধ্য কাজ নিরলসভাবে চালিয়ে যাওয়ার জন্য পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামকে ধন্যবাদ জানান।
গত ৭ সেপ্টেম্বর বিকেলে চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাঠক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মাসিক চন্দ্রবিন্দু পত্রিকার উপদেষ্ঠা এম. আহমদ আলী।
মাসিক চন্দ্রবিন্দু’র পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের স্বাগত বক্তব্য ও চন্দ্রবিন্দু পাঠক ফোরামের আহ্বায়ক এস. এম ফাহাদের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাষ্কর সম্পাদক কবি পুলিন রায়, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, খেলাঘর সিলেট জেলা সভাপতি ছড়াশিল্পী তাজুল ইসলাম বাঙালী, কবি লুৎফুন্নেছা লিলি, কবি নিলুফা ইসলাম নিলু, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, নবারুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিল্পবী পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, গীতিকবি হরিপদ চন্দ, কবি দেওয়ান মতিউর রহমান খান, কবি কামাল আহমদ, কবি মিজান মোহাম্মদ, ছড়াশিল্পী পলাশ আফজাল, মাস্টার আবুল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী ফজির আলী, কবি অনন্ত পাল, কবি সৈয়দ মুক্তদা হামিদ, সাবেক মেম্মার শফিকুল হক শফিক, কবি জুবায়দা বেগম আখি, ফয়ছল আহমদ দিপু প্রমুখ।
অনুষ্ঠানে কবি লুৎফুন্নেছা লিলি, গল্পকার শহিদুল ইসলাম লিটন, সাহিত্যসেবী এস. এ ফয়ছল ও মোঃ রিয়াজ উদ্দিন তালুকদারকে চন্দ্রবিন্দু সম্মাননা ২০১৬ প্রদান করা হয়।