
কিংবদন্তি ওয়াসিম আকরামকে টপকালেন ডেল স্টেইন। পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম ক্যারিয়ারের ১০৪ টেস্টে নেন ৪১৪ উইকেট। টেস্ট ক্রিকেটে উইকেটের হিসাবে তাকে টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৮ উইকেট নেন স্টেইন। এতে আকরামকে টপকে তার উইকেট এখন ৪১৫। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তারচেয়ে বেশি উইকেট আছে মাত্র ৬ জন পেসারের। স্টেইনের তোপে পড়ে সেঞ্চুরিয়ন টেস্টে ২০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। এতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এই নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৫ টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। তাদের এই জয় ধারা শুরু হয়েছে ২০০৬ সালের এপ্রিল থেকে। অবশ্য এখন পর্যন্ত আফ্রিকাকে একটি টেস্ট সিরিজও হারাতে পারেনি কিউইরা। ১৫ সিরিজের ১২টা জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর বাকি তিন টেস্ট ড্র হয়েছে। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিসে ৮ উইকেটে ৪৮১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৬৭ রানে এগিয়ে থেকে ৭ উইকেটে ১৩২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে জয়ের জন্য শেষ ইনিংসে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৪০০ রানের। এই রান তাড়া করতে নেমে ১৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। টেস্টের চতুর্থ দিন শেষ ইনিংসে ব্যাটে নেমে শুরুতেই ডেল স্টেইনের তোপে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। এরমধ্যে প্রথম ওভারেই টম লাথাম ও মার্টিন গাপটিলকে কোনো রান যোগ করার আগেই ফেরান স্টেইন। এরপর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শূন্য রানে ফেরান রস টেইলরকে। শুরুতেই বড় ধাক্কা খাওয়ার পর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিজে ওয়াটলিং ও হেনরি নিকলস। তারা সর্বোচ্চ ৬৮ রান যোগ করেন। নিকলস ৭৬ ও ওয়াটলিং করেন ৩২ রান। কিন্তু এরপর আর কেউ উইকেটে লম্বা সময় দাঁড়াতে পারেনি। এতে চতুর্থ দিনেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট নেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন।