কবিরা জাতির বিবেক,সময়ের আয়না।দেশ ও জাতি বিনির্মাণে এরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। —-কবি এম. এ জলিল

14364913_1432450926784406_6997681047657758934_n 14368791_1432451003451065_3383779797830210156_n 14445960_1432450863451079_8813063204912167585_nকবিরা জাতির বিবেক,সময়ের আয়না।দেশ ও জাতি বিনির্মাণে এরা অগ্রণী ভূমিকা পালন করে থাকে।নবীগঞ্জ এর ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন “দিগন্ত সাহিত্য পরিষদ” (দিসাপন)এর ঈদ পূন্রমিলনী ও কবিতা পাঠের আসরে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কবি এম. এ জলিল।প্রধান অতিথির বক্তব্যে “মাসিক গোপলা” সম্পাদক মিজান মোহাম্মদ বলেন- যে লেখা মানুষ ও জাতীর বিবেককে নাড়া দিতে না পারে সে লেখা সার্থক নয়, মনোরঞ্জন মাত্র।লেখা বা লেখক তখনি সফল হয় যখন লেখা সমাজ সংস্কার এ ভূমিকা রাখে।

২৩ সেপ্টেম্বর দিসাপন এর আয়োজনের ঈদ পূন্রমিলনী ও সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন দিসাপন সভাপতি কবি কাজী শাহেদ বিন জাফর। কয়েস আহমদ মাহদীর পরিচালনায় বক্তব্য ও কবিতা পাঠ করেন আহমেদ হোসেন চৌধূরি,মোহাম্মদ আব্দুর রহীম,মোহাম্মদ আলী বাহার,হোসাইন আহমেদ,জামিনুর রহমান জামিল প্রমুখ।

Developed by: