জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র
ছাত্রীদেরকে বিভিন্ন প্রতিযোগীতায় সম্পৃক্ত হতে হবে। লেখাপড়ার পাশাপাশি
সাহিত্য সংস্কৃতি, খেলাধুলায় অংশ নিতে হবে। তাহলে অপার সম্ভাবনাময়
ছাত্রসমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।
গত ১৩ অক্টোবর বিকালে দণি সুরমার কামালবাজারস্থ হাসিমী উদ্যানে প্রিজম
কোচিং সেন্টারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান
অতিথির বক্তব্যে দণি সুরমা ডিগ্রি কলেজের অধ্য মো. শামছুল ইসলাম উপরোক্ত
কথাগুলো বলেন।
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও
প্রিজম কোচিং সেন্টারের পরিচালক রুহুল আমিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত
পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন মহিলা
কলেজের অধ্যাপক ছড়াকার মো. বদরুল আলম খান, সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি,
তরুণ সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মতিউর রহমান মতি ও শিক মো. আজম আলী।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী মিছবাহ উদ্দিন। শুভেচ্ছা
বক্তব্য রাখেন প্রিজম পরিচালক ইমরান মিয়া, পরিচালক জাকির হোসেন, পরিচালক
মুহিবুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কবি রাশিদা বেগম, উপন্যাসিক
শাহানারা বেগম ইমা, ব্যবসায়ী আবু সলমান চৌধুরী, রুহুল আমিন, তোফায়েল
আহমদ, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান রনি, জুবায়ের আহমদ, নুরুল আমিন, শাকির
আহমদ, আবদুর রহিম, মহসিন খান প্রমুখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করে ছোট সোনামনি হীরা।
কুইজে একজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া
৪জনকে চতুর্থ পুরস্কার, ৫জনকে ৫ম পুরস্কার, ১৫জনকে ৬ষ্ঠ পুরস্কার, ৩০জনকে
বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে সনদপত্র, নগদ টাকা ও
বিভিন্ন শিা সামগ্রী ও বাসিয়া প্রকাশনীর বই প্রদান করা হয়।