দক্ষিন সুরমা উপজেলার লালা বাজার ইউনিয়নের অর্ন্তগত লালার গাও গ্রামের আব্দুল গফুর কিন্ডার গার্টেন ইস্কুলে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় গত ১১ই অক্টোবর। ইস্কুলের প্রতিষ্টাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জনাব আসিক মিয়ার আহবানে ইস্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব বশির আহমেদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল আহাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আব্দুছ ছালাম এবং গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। জনাব আসিক মিয়া যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপস্থিত সবার সাথে মত বিনিময় করেন এবং ইস্কুলেকে এগিয়ে নেওয়ার লক্ষ্য ২০১৭ সাল থেকে ইস্কুলে ৬ষ্ট শ্রেণির ক্লাস চালু করার সিদ্ধান্তের কথা জানান, উপস্থিত সবাই জনাব আসিক মিয়ার সিদ্ধান্তেকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতার করার আশ্বাস দেন এবং অত্র এলাকার ছাত্র/ছাত্রীদেরকে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি কার জন্য অভিভাবক বৃন্দের প্রতি আহবান জানান। জনাব আসিক মিয়া বলেন আগামীতে ইস্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে।