দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর গত ২১ অক্টোবর শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় আড্ডায় লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি তোবারক আলী, কবি ও সংগঠক লায়েক আহমদ নোমান, ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান, গীতিকার হরিপদ চন্দ, কবি সুফিয়া জমির ডেইজী, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, উপন্যাসিক গনেন্দ্র চন্দ্র দাস, কবি রাশিদা বেগম, এডভোকেট মো. মিজানুল হক মিজান, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, কবি আবু জাফর মো. তারেক, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি ফখরুল আল হাদী, সমাজকর্মী মো. সাদিকুর রহমান, ছড়াকার রওনক আহমদ এনাম, সাবেরী আল মামুন, মো. মকসুদ খান, লিমা ও সজিব আহমদ বিজয় প্রমুখ।
আসরে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী এন এম নূরুল, ওবায়দুল হক মুন্সী, মোহাম্মদ ইকবাল হোসেন ও শিশু শিল্পি হিরামণি।