আব্দুল গফুর কিন্ডারগাটের্নে ভর্তি আগামী ১৫ই ডিসেম্বর থেকে

abgk

দক্ষিন সুরমার লালার গাও গ্রামে অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগাটের্নে  ২০১৭ সেশনে নার্সারী থেকে ৬ষ্ট শ্রেণী পযর্ন্ত ভর্তি আগামী ১৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। উক্ত ইস্কুলে ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের অভিবাকবৃন্দকে ইস্কুল চলাকালীন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে অথবা বিস্তারিত তথ্যর জন্য নিন্ম মোবাইল নাম্বারে যোগযোগ করতে বলা যাচ্ছে। মোবা: ০১৭৩১০৭১২৯৬।

Developed by: