‘সাহিত্য নীড়ে’র ২য় সাহিত্য আসর অনুস্টিত

14925666_1477605255602306_5625453174372137703_nজনপ্রিয় অনলাইন সাহিত্য গ্রুপ ‘সাহিত্য নীড়’ এর ২য় সাহিত্য আসর গতকাল ৪ নভেম্বর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
গ্রুপের মডারেটর গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও এডমিন কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে আলোচনা ও লেখাপাঠ করেন, নাট্যকার চম্পক সরকার, কবি নিলুপা ইসলাম নিলু, ছড়াশিল্পী দেব্রব্রত রায় দিপন,কবি কামাল আহমদ, কবি মিজান মোহাম্মদ, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি আক্তার হোসেন তাহির প্রমূখ।
আসরে বক্তারা বলেন – এখন বই কিনে পড়ার প্রতি পাঠকরা বিমুখ। তারা ঘরে বসেই পড়তে আগ্রহী। তাই ‘সাহিত্য নীড়’ লেখকের লেখা পাঠকদের কাছে তুলে ধরতে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। যারা এতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের দেশ ও জাতি তা সম্মানের সাথে মনে রাখবে।
সাহিত্য আসরে গ্রুপের এডমিন কবি মোহাম্মাদ নুরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গীতিকবি হরিপদ চন্দ, এডমিন কবি মিজান মোহাম্মাদ ও এডমিন কবি আক্তার হোসেন তাহির।

Developed by: