আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের
কাছে পৌছাতে হবে। তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। আমাদের মহান ভাষা
আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন প্রজন্ম সমৃদ্ধ হলে তারা
দেশগড়ার কাছে উজ্জিবিত হবে।
গত কাল ২ ডিসেম্বর শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী
কার্যালয়ে দণি সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডায় বক্তারা
উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব
আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের
সঞ্চালনায় আড্ডায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার
হেলাল উদ্দিন দাদন, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, শিশু সংগঠক ও
ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান, কবি তোবারক
আলী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী
মতিউর রহমান মতি, কবি আনোয়ার হোসেন মিছবাহ, গীতিকার হরিপদ চন্দ, কবি
লুৎফা বেগম লিলি, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, কবি মিজান মোহাম্মদ,
কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি সৈয়দা মুক্তদা হামিদ, কবি ফখরুল আল হাদী,
কণ্ঠশিল্পী এন এম নূরুল, শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন, কবি রওনক আহমদ
এনাম, শিল্পী আহমদ আলী হিরন, সৈয়দ কামরুল হাসান, কবি নূর আলম বেগ, সজিব
আহমদ বিজয় প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবী ও ক্রীড়া সংগঠক জেলা পরিষদ নির্বাচনে সদস্য
পদপ্রার্থী মতিউর রহমান মতি পরিষদের নিয়মিত আড্ডায় বসার জন্য কিছু চেয়ার
দান করেন।