
১. ছেলেটির চাকরি থাকতে হবে।
২. তাকে এটা বুঝতে হবে যে, আমি অর্থাৎ শাহরুখ খান, তাকে একেবারেই পছন্দ করি না।
৩. জানতে হবে যে, আমি সর্বক্ষণ তার উপর নজর রাখছি।
৪. সে যেন এক জন উকিলের সঙ্গে সব সময়ে যোগাযোগ রাখে। কারণ যে কোন মুহূর্তে তাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে।
৫. তাকে মনে রাখতে হবে যে, সুহানা আমার রাজকন্যা, সে তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি।
৬. যদি সুহানাকে সে বিরক্ত করে, তা হলে আমি জেলে যেতেও প্রস্তুত।
৭. ছেলেটি সুহানার সঙ্গে যেমন আচরণ করবে, আমার কাছ থেকেও সে তেমন আচরণই পাবে। সূত্র: এবেলা।