আব্দুল গফুর কিন্ডারগার্টেনে চুরি সংঘটিত

2017-01-24-PHOTO-00000054

 

গত ২২শে জানুয়ারী রবিবার রাতে দক্ষিন সুরমার লালাও গাও এ অবস্থিত আব্দুল গফুর কিন্ডারগার্টেন চুরি সংঘটিত হয়। ইস্কুলের দেয়াল টপকিয়ে চুর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অফিস রুম ও ক্লাস রুমের দরজার তালা ভেঙ্গে এবং অফিসের আলামারির তালা ভেঙ্গে নগদ অর্থসহ মোবাইল ফোন, ফ্যান, এবং বাতরুম ও পানির ট্যাংক এর ওয়াটার টেপ খুলে নিয়ে যায়। পর দিন ২৩শে জানুয়ারী সোমবার সকাল আনুমানিক ৭টায় ইস্কুলের কেয়ারটেকার মিজানুর রহমান এসে অফিস ও ক্লাস রুমের দরজার তালা ভাঙ্গা দেখে আশেপাশের লোকজন ডেকে এনে জড়ো করেন এবং চুরির ঘটনা সবাইকে অবহিত করেন। পরে আব্দুল গফুর কিন্ডারগার্টেন এর প্রতিষ্টাতা পরিচালক আসিক মিয়ার  পরামর্শে গ্রামের সবাইকে নিয়ে একটি জরুরী মিটিং ডাকা হয়। মিটিং এ উপস্থিত সবাই থানায় সাধারন ডাইরী করার পরার্মশ দেন এবং চুরি রোধে সবাইকে সর্তক থাকার আহব্বান জানান।

Developed by: