অমর একুশে গ্রন্থমেলায় দপ্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

00000000000অর্ধশতাধিক প্রবাসী কবিদের কবিতা নিয়ে সিলেটের বাসিয়া প্রকাশনী থেকে
‘‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থটি অমর একুশে
গ্রন্থমেলায় বেরিয়েছে। গত ২৭ ফেব্র“য়ারি বাংলা একাডেমির সোহরাওয়াদী
উদ্যানের গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন অনুপ্রাস জাতীয় কবি সংগঠনের সভাপতি
কবি খোশনূর। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থের সম্পাদক ও প্রকাশক
গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, ছড়াকার ও গীতিকার এম আর মনজু, অনুপ্রাস
জাতীয় কবি সংগঠনের নির্বাহী সভাপতি কবি শেখ সামসুল হক, কবি শহিদুল্লাহ
ফরায়েজী, কবি হাসিনা মতিন, কবি বাতেন বাহার, কবি নিপা চৌধুরী, কবি শাপলা
ও আবদুল মুকিত অপি।
প্রবাসী লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী কবি আসমা মতিন,
আমেরিকা প্রবাসী কবি শাহীন ইবনে দিলওয়ার ও কবি আলমগীর বাবুল, কানাডা
প্রবাসী কবি রাশিদা আউয়াল।
এম মোসাইদ খান ও মোহাম্মদ নওয়াব আলী সম্পাদিত বইটিতে ৫৩জন প্রবাসী কবির
প্রেমের কবিতা রয়েছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্র“ব এষ, ভূমিকা লেখেছেন
কবি নির্মলেন্দু গুণ। ২২৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা
মাত্র।

Developed by: