সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকে’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

17629774_1349245715156440_2523821592184777424_nগত ২৭ মার্চ ২০১৭ অনুষ্ঠিত হলো ‘ মহান স্বাধীনতা দিবস’ উপলক্ষে – আলোচনা-কবিতা আবৃত্তি- স্বরচিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
লন্ডনের মাইলএন্ড রোডস্থ একটি হলে বিকাল ৬ ঘটিকায় ‘জাতীয় সংগীত’ গাওয়ার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ফারুক আহমেদ এবং পরিচালনা করেন কবি ইকবাল হোসেন বুলবুল।শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনায় অংশ নেন-বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক আবু মুসা হাসান, লেখক-অধ্যাপক নুরুল হক,লেখক-সাংবাদিক ইসহাক কাজল প্রমূখ। আলোচনা শেষে,কবি মজিবুল হক মণি রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি জারিগান পরিবেশন করা হয়।
স্বরচিত কবিতাপাঠে অংশ নেন: কবি আতাউর রহমান মিলাদ, ছড়াকার দিলু নাসের, কবি আবু মকসুদ, কবি কাজল রশিদ, কবি রেজওয়ান মারুফ,কবি আহমদ ময়েজ,কবি সুফিয়া নুরুজ,কবি শেগুপ্তা শারমিন তানিয়া,কবি এম মোসাইদ খান,এ কে এম আব্দুল্লাহ, কবি জামিল সুলতান, কবি শামিম শাহান,কবি কাইয়ুম আব্দুল্লাহ, কবি হেলাল সাইফ,কবি মুহাম্মদ ইকবাল,কবি ব্রজেন চৌধুরি, কবি আরাফাত তামিম,কবি মুহাম্মদ মুহিদ,কবি জাকারিয়া রিপন, কবি শাহ সোহেল আমিন,কবি শেখ সামছুল ইসলাম, নজরুল ইসলাম প্রমূখ।
কবিতা আবৃত্তিতে অংশ নেন : মুনিরা পারভিন, দিলু নাসের,রেজুয়ান মারুফ, স্মৃতি আজাদ, শতরুপা চৌধুরী,মিছবাহ জামাল,নজরুল ইসলাম অকিব, তালুকদার রায়হান, কানিজ তানিয়া।
সংগীত পরিবেশন করেন : শতরুপা চৌধুরী, নিঝুম মজুমদার , অজন্তা দেব,আহমেদ ময়েজ প্রমূখ।
হলভর্তি উপস্থিতি অত্যন্ত ধৈর্যের সাথে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।

Developed by: