দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পাকি সাহিত্য আড্ডা গত ১০ মার্চ শুক্রবার
বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও
সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায়
আলোচনা ও লেখা পাঠে অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, গল্পকার রেনুফা রাখী,
কবি মোহাম্মদ নুরুল ইসলাম, ছড়াকার সুব্রত দাশ, কবি ফখরুল আল হাদী, মো.
মাহফুজ আলম, মো. মবছদ আলী তালুকদার ও জাকারিয়া আলম।
আড্ডায় গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা, গীতিকার ও শিল্পী মো. হেলাল
উদ্দিন দাদন, বাংলাদেশ বেতারের শিল্পী এম রহমান ফারুক, শিল্পী আমির হামজা
আকন্দ ও শিল্পী নুরুল গনি।
পরিষদের আগামী আড্ডা ২৪ মার্চ শুক্রবার ৬.৩০মি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য
সংসদের বইমেলার বাসিয়া প্রকাশনী স্টলে অনুষ্ঠিত হবে।