সম্পদ হারানোর সম্ভবনা আছে কিন্তু মেধা ও জ্ঞান সম্পদ হারানোর সম্ভবনা নেই। সম্পদের ভাগ বাটোয়ারা করা যায় কিন্তু মেধা ও জ্ঞান সম্পদের ভাগ বাটোয়ারা নেই। এসএসসি ও দাখিল সমমান ছাত্র জীবনের প্রথম ধাপ। এখনই জীবন গড়তে নিজের লক্ষ স্থির করতে হবে। কোন ভুলের কারনে ছিটকে পড়লে জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। সুতরাং সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিত জীবন গড়তে হবে। তাহলেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত জীবন গড়া সম্ভব হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা গতকাল শনিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারের একটি কমিউনিটি সেন্টারে এবারের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নরসিংপুর সমাজ কল্যান সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
নসকস সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শফিকুল ইসলামের সঞ্চালনায়
প্রধান বক্তা ছিলেন ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট সিরাজুল ইসলাম, কোম্পানিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিলেট প্রেসক্লাবের সদস্য এনামুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এ কে এম মুজিবুর রহমান, রাগিব-রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,সমাজসেবী আতাউর রহমান, আলতাফুর রহমান খছরু, মাষ্টার ওয়ারিছ আলী, নসকস সাবেক সভাপতি আবিদ রনি, আব্দুল আওয়াল, কিশোরকন্ট পাঠক ফোরাম এর পরিচালক ফিরুজ আল মামুন, আব্দুল কাদির,এখলাছুর রহমান আবিদ ও তোফাজ্জল হোসাইন।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জুবিলী সরকারী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আহমদ আব্দুল্লাহ। পরে মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে একটি ক্যারিয়ার গাইডলাইন ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ।